Templates by BIGtheme NET
Home / ধর্ম / আগামীকাল পবিত্র ঈদুল আজহা ।। সকল প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল পবিত্র ঈদুল আজহা ।। সকল প্রস্তুতি সম্পন্ন

images5মেহেরপুর নিউজ, ১২ সেপ্টেম্বর:
আগামীকাল মঙ্গলবার সারা দেশের ন্যায় মেহেরপুরের উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম ধর্মালম্বীদের মধ্যে চলছ মহা উৎসবের আমেজ। সর্বোচ্চ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় মুসলমানরা আনন্দ উৎসব পালন করবে কালকের দিনটি। প্রস্তুত করা হয়েছে জেলার প্রতিটা ঈদগাহ ময়দান।

সেখানে ঈদুল আযহার নামায আদায় করবেন এবং নামায শেষে মহান রবের উদ্দেশ্যে পশু কুরবানি দিবেন। একে অন্যার সাথে কোলাকুলি, কোরবানির মাৎস বিতরণ ও মিষ্টি মুখের আয়োজন চলছে।

এদিকে পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ব্যাবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যাবস্থা। নামাজের সময় মাঠে পুলিশ, র‌্যাবসহ মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, জেলার মানুষ নিরাপদে যাতে ঈদের নামাজ আদায় করতে পারে এজন্য সব ধরণের নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.