Templates by BIGtheme NET
Home / বিশেষ প্রতিবেদন / আনসার ও ভিডিপির ৩০ তম জাতীয় সমাবেশে যোগ দিতে অস্থায়ী সরকারের গার্ড অব অনার প্রদানকারী অনসার সদস্য তাদের পরিবার মেহেরপুর ছেড়েছেন

আনসার ও ভিডিপির ৩০ তম জাতীয় সমাবেশে যোগ দিতে অস্থায়ী সরকারের গার্ড অব অনার প্রদানকারী অনসার সদস্য তাদের পরিবার মেহেরপুর ছেড়েছেন

নিউজ ডেস্ক:
আগামী ২৮ ফেব্রয়ারী অনুষ্ঠিত আনসার বাহিনীর ৩০ তম জাতীয় সমাবেশে রাষ্ট্রীয় অতিথি হিসেবে যোগ দিতে অস্থায়ী সরকারের গার্ড অব অনার প্রদানকারী ১২ আনসারের মধ্য জীবিত ৫ অনসার সদস্য,মারা যাওয়া ৭ আনসার সদস্যের স্ত্রী সত্মান ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আনসার সৈয়দ ওয়ালিউল হাসান সহ ১৩ জন মেহেরপুর আনসার ভিডিপি সদর দপ্তরের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। জীবিত আনসার সদস্যরা হলেন,মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামের নুর মোহাম্মদের,ছেলে আনসার সদস্য মো: সিরাজুল ইসলাম, একই গ্রামের জুরান মললিকের ছেলে আনসার অস্থির মললিক,ভবের পাড়া গ্রামের মো:তৈয়ব আলীর ছেলে আনসার মো: আজিমুদ্দিন শেখ,একই গ্রামের মৃত মফিজউদ্দীনের ছেলে আনসার সদস্য মো:লিয়াকত আলী,সোনাপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে আনসার মো: হামিদুল হক,বরাদী হাসনাবাদ গ্রামের মৃত পিসি ইয়াদ আলীর পক্ষে স্ত্রী আকলিমা খাতুন,ভবের পাড়ার মৃত আনসার সদস্য মহিউদ্দিনের পক্ষে স্ত্রী হাজেরা খাতুন,ভবের পাড়া গ্রামের মৃত আনসার সদস্য নজরুল ইসলামের পক্ষে স্ত্রী হামিদা খাতুন,একই গ্রামের মৃত আনসার সদস্য ফকির মোহামমদের পরিবর্তে ছেলে রমজান আলী,সোনাপুর গ্রামের মৃত আনসার সদস্য কিচমত আলীর পক্ষে স্ত্রী জাহারুন বিবি,ভবের পাড়া গ্রামের মৃত আনসার সদস্য সাহেব আলীর পক্ষে স্ত্রী মতেনা খাতুন,ভবের পাড়া গ্রামের মৃত আনসার সদস্য মফিজউদ্দিনের পক্ষে স্ত্রী ছখিনা খাতুন এবং মোনাখালি গ্রামের খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আনসার সৈয়দ ওয়ালিউল হাসান।
আজ ২৪ ফেব্রয়ারী শ্যামলী পরিবহনের সকাল পৌনে ৯ টার গাড়িতে মেহেরপুর থেকে সমাবেশে যোগদানের উদ্দেশ্য রওয়ানা দেন। এসময় তাদের বিদায় জানান জেলা কমাড্যান্ট মোহাম্মদ আব্দুল কাদের মিঞা।
মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট মোহাম্মদ আব্দুল কাদের মিঞা বলেন,এসব আনসার সদস্য ও পরিবারের সদস্যরা ২৮ তারিখে জাতীয় সমাবেশে যোগ দেবে এবং প্রধানমন্ত্রীর হাত থেকে সন্মানির অর্থ ও পোশাকাদি নিবেন। এছাড়াও তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.