মেহেরপুর নিউজ, ২১ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে আমঝুপি কালীতলা প্রঙ্গনে ২দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্য বাহী হাডুডু প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে ২দিন ব্যাপী হাডুডু প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে আশরাফপুর ও মহাজনপুর দল নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। খেলায় আশরাফপুর ৪৫-২০ পয়েন্টে কাজীপুরকে এবং মহাজনপর ৪২-৩৭ পয়েন্টে সিংহাটি দলকে পরাজিত করে। বিপুল পরিমান দর্শক হাডুডু প্রতিযোগিতা উপভোগ করেন।
Facebook Comments