Templates by BIGtheme NET
Home / ধর্ম / আমঝুপি ইউনিয়নের বিভিন্ন ঈদের জামাত’র খবর

আমঝুপি ইউনিয়নের বিভিন্ন ঈদের জামাত’র খবর

dsc05316 শহিদুল ইসলাম, ১০ সেপ্টেম্বর:
আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মসুলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের নামাজকে কেন্দ্র করে প্রস্তুত করা হয়েছে জেলার সকল ইদগাহ ময়দান। আমঝুপি ইউনিয়নে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা মেহেরপুর নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

আমঝুপি কেন্দ্রীয়ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন হাফেজ মওলানা মুক্তি মাছুম বিল্লাল, আমঝুপি উত্তর পাড়া ঈদগাহ ময়দানে জামায়াত সকাল ৮টায় সেখানে ইমামতি করবেন শহিদুল ইসলাম সুমন এবং আমঝুপি মীরপড়া ঈদগাহ ময়দানে জামায়াত সকাল ৮টায় সেখানে ইমামতি করবেন মজিবুর রহমান। চাঁদবিল ঈদগাহ ময়দানে জামায়াত সকাল ৭ টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মওলানা হাফেজ আব্দুল বারী।

চাঁদবিল আহলে হাদীস এর জামায়াত শুরু হবে সকাল ৬টায়, দফপুর সকাল ৮টায়, কোলা খাল পাড়াতে জামায়াত হবে সকাল ৮টায়, কোলা নাটনা পাড়াতে সকাল ৮টায়, পশ্চিম পাড়ায় সকাল ৮টায়, কোলা কারিকর পাড়া ৮টায়, ময়ামারি সকাল ৮টায়, বসন্তপুর সকাল ৮টায়, গোপালপুর সকাল ৮টায়, রামনগর সকাল ৮টায়, নতুন মদনাডাঙ্গায় উত্তর পাড়ায় সকাল ৮টায়, ঝাউবাড়ী রায়পাড়া সকাল ৮টায়, ঝাউবাড়ী কলপাড়া ৭ টা ৪৫ মিনিটে, ঝাউবাড়ী নওদাপাড়ায় সকাল ৮টায়, দিঘিরপাড়া ও বেলে পাড়া ৭টা ৪৫ মিনিটে, দিঘির পাড়া মধ্যপাড়া ৮টায়, পুরাতন মাদনাডাঙ্গায় সকাল ৮টায়, পুরাতন মদনাডাঙ্গা সকাল ৬টায়, শ্যামপুর উত্তরপাড়া সকাল ৮টায় শ্যামপুর বেলতালা পাড়া সকাল ৮টা, শ্যামপুর নিলমনিপাড়া সকাল ৮টা, শ্যামপুর মীর পাড়া সকাল ৮টা, আলমপুর সকাল সাড়ে ৮টা, আলমপুর নুনা পাড়া সকাল ৮টা, ধুসার পাড়া সকাল ৮টা, খোকসা সাকল ৮ টা ৩০মিনিটে, খোকসা মল্লিকপাড়া ও কদম তলা ৮ টা ৩০ মিনিটে, ইসলামনগর সকাল ৮টায়, হিজুলী সকাল ৮টা, রঘুনাথপুর সকাল ৮টা, রঘুরাপুর ছটাঙ্গায় সকাল ৮টা, রঘনাথপুর আশ্রমপাড়া সকাল ৮ টার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.