মেহেরপুর নিউজ, ২০ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ার তিনটি বাড়ি থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। একেকটি গরুর মূল্য আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হবে বলে জানিয়েছেন গরুর মালিকরা। বুধবার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানান, আমঝুপি উত্তরপাড়ার মহাদ্দেস হোসেন, সাদু মন্ডল ও রমিজ হোসেন এই তিন জন কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে কোরবানী ঈদ উপলক্ষে বিক্রি করে। ঘটনার সময় তাদের গরু তিনটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানতে পেরে প্রতিরোধ করার আগেই চোররা এলাকা থেকে পালিয়ে যায়।
গরুর মালিক মহাদ্দেস হোসেন জানান, তার একটিসহ একই পাড়া থেকে তিনটি গরু চুরি হয়েছে। একেকটি গরু ৮০ থেকে ৯০ হাজার টাকা মুল্য হবে। গরু গুলো আগামী কোরবানীর হাটে বিক্রি করার জন্য তারা পালন করছিলেন বলে জানান তিনি।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গরু চুরির ঘটনা পুলিশ জানে না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
আমঝুপি থেকে তিনটি গরু চুরি
Facebook Comments