Templates by BIGtheme NET
Home / বিনোদন / আমঝুপির নীলকুঠিতে ”অচেনা হৃদয়ের” ২য় দিনের শুটিং চলছে

আমঝুপির নীলকুঠিতে ”অচেনা হৃদয়ের” ২য় দিনের শুটিং চলছে

a1-horz111মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ মার্চ:
থ্রিলার এ্যাকশন রোমান্টিক ধাচের সিনেমা “অচেনা হৃদয়” এর মেহেরপুরের ২য় দিনের শুটিং সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে চলছে। আমঝুপিতে শুটিং শেষ করে টিমিটি  বারাদির দীঘলকান্দি গ্রামের চিত্রধারনের উদ্যোশে রওয়ানা হবে। আজ সারা দিন  এসব লোকেশনে শুটিং শেষ করে ঢাকার উদ্যোশে রাতে রওযানা হবে বলে জানান ‍”অচেনা হৃদয়ের” পরিচালক মিঠুন।
মঙ্গলবার  সকাল থেকে আমঝুপির নীলকুঠিতে তারা চিত্রধারনের কাজ শুরু করে। এ সময় স্থানীয় দর্শকরা শুটিং দেখার জন্য শুটিং লোকেশন গুলোতে ভীড় জমায়।
অচেনা হৃদয়ের পরিচালক  মিঠুন মেহেরপুর নিউজকে জানান, সিনেমার শেষ পর্যয়ের কাজ চলছে। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য,সিনেমার কয়েকটি গানের চিত্রায়ন নিতে অচেনা হুদয়ের পরিচালক মিঠুনের নেতৃত্বে চিত্রনায়ক ইমন, চিত্র নায়িকা প্রসূন আজাদসহ ৫২ সদস্যর একটি চলচিত্র ইউনিট মেহেরপুর আসে। ১ম দিনে তারা মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে দিনভর চিত্র ধারন করে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.