মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগষ্ট:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েস ওরফে সাগর এবার ঈদ উৎসব পালন করবেন তার পরিবার পরিজনের সাথে। দীর্ঘ অনুশিলন শেষে নাড়ীর টানে ছুটে এসেছেন নিজ গ্রাম মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে।
সাবেক এই ওপেনার মেহেরপুর নিউজ কে বলেন, ঈদের দিন সকালে বাবা বানী আমিন সহ পরিবারের অন্য সদস্যদের সাথে উজুলপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পরিবারের লোকজন,আত্নীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেবেন।
এর পর মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে নানীর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখান থেকে ফিরে নিজ বাসা উজুলপুরে বিশ্রাম নেবেন। এছাড়া ঈদের দিনে তেমন কর্মসূচী নেই বলে জানান সাবেক এই ওপেনার ব্যাটসম্যান।