Templates by BIGtheme NET
Home / শিক্ষা ও সংস্কৃতি / এমবিবিএস পাশ করলো আকাশ ।। মেহেরপুর নিউজসহ সাংবাদিকদের অভিনন্দন

এমবিবিএস পাশ করলো আকাশ ।। মেহেরপুর নিউজসহ সাংবাদিকদের অভিনন্দন

বাবার সাথে আকাশ

বাবার সাথে আকাশ

মেহেরপুর নিউজ, ১৪ মে:
মেহেরপুর নিউজের প্রধান প্রতিবেদক বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমানের বড় ছেলে এস এম আরাফাত আল আকাশ এমবিবিএস পাশ করেছে। তার এ কৃতিত্বে তাকে মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
চলতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শাহাবদ্দিন মেডিকেল কলেজ থেকে সে এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আজ শনিবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। একই কলেজ থেকে মোট ৯৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫৩ জন। সেই ৫৩ জনের একজন আকাশ। এর আগে সে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসিতে জিপিএ ৫  এবং ২০১০ সালে মেহেরপুর পৌর কলেজ থেকে এইচ এস সিতে এ গ্রেড পেয়ে পাশ করে।
মেহেরপুর শহরের হোটল বাজার এলাকার সাংবাদিক মিজানুর রহমান ও গৃহবধু আকলিমা খাতুনের ২ ছেলের মধ্যে বড় ছেলে এস এম আরাফাত আল আকাশ। এ দম্পতির ছোট ছেলে এস এম আমানুল্লাও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএলবি বিষয়ে অনার্স পড়ছে।

এদিকে আকাশের কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করেছেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার, বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, দেশটিভি প্রতিনিধি আশরাফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, চ্যানেল আই প্রতিনিধি গোলাম মোস্তফা, সময় টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, এস এ টিভি প্রতিনিধি ফজলুল হক মন্টু, চ্যানেল নাইন প্রতিনিধি নাসের চৌধুরী, এনটিভি প্রতিনিধি রেজআন উল বাশার তাপস, বাসস প্রতিনিধি দিলুরবা খাতুন, পূর্বপশ্চিম বিডি ডট কম প্রতিনিধি মুজাহিদ মুন্না, বাংলানিউজ প্রতিনিধি জুলফিকার আলী কানন, গাংনী নিউজ ২৪ এর সম্পাদক ফারুক আহমেদ, মেহেরপুর নিউজেরস্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম সহ মেহেরপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমে সাংবাদিকরা।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.