Templates by BIGtheme NET
Home / শিক্ষা ও সংস্কৃতি / এসএসসি পরীক্ষার ফল প্রকাশ।। মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা হার ৭৭ দশমিক ২১ ভাগ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ।। মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা হার ৭৭ দশমিক ২১ ভাগ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মে:
বৃহস্পতিবার যশোর বোর্ডের অধীনে মেহেরপুরেও এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলায় পাশের শতকরা হার ৭৭ দশমিক ২১ ভাগ। মেহেরপুর সদর উপজেলার মোট ৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় হতে ৩১ জন, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় হতে ২১ জন রয়েছে। চলতি বছর মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এক হাজার ৬২৪ জন এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে এক হাজার ২৫৪ জন পাশ কনেছে। বিভিন্ন বিদ্যালয়ের পাশের শতকরা হার হচ্ছে; মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ১১৯ জনের মধ্যে ১১৩ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৪ দশমিক ৯৫ ভাগ। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় ১৫৯ জনের মধ্যে ১৪৮ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৩ দশমিক ০৮ ভাগ। ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৮ জনের মধ্যে ৪০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৮ দশমিক ৯৬ ভাগ। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও (বিএম) কলেজ ৯৬ জনের মধ্যে ৮১ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৪ দশমিক ৩৭ ভাগ। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১০১ জনের মধ্যে ৮১ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮০ দশমিক ১৯ ভাগ। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ৩১ জনের মধ্যে ২৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৩ দশমিক ৮০ ভাগ। কাজি কুদর“তুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ৩৩ জনের মধ্যে ১৯ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৫৭ দশমিক ৫৭ ভাগ। মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৯ জনের মধ্যে ৮৫ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯৫ দশমিক ৫০ ভাগ। উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৬২ জনের মধ্যে ৪৯ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৯ দশমিক ০৩ ভাগ। কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৭৫ জনের মধ্যে ৫২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৯ দশমিক ৩৩ ভাগ। আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় ৯১ জনের মধ্যে ৫৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬১ দশমিক ৫৩ ভাগ। বাড়িবাকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩২ জনের মধ্যে ২৫ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৮ দশমিক ১২ ভাগ। শোলমারী মাধ্যমিক বিদ্যালয় ৪৫ জনের মধ্যে ২৮ জন পাশ করেছে। পাশের শতকরা হার ২২ দশমিক ২২ ভাগ। হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ১৪ জনের মধ্যে ১৩ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯২ দশমিক ৮৫ ভাগ। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ৪৩ জনের মধ্যে ৩৭ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৬ দশমিক ০৪ ভাগ। কবি নজর“ল মাধ্যমিক বিদ্যালয় ৭২ জনের মধ্যে ৪২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৫৮ দশমিক ৩৩ ভাগ। শালিকা মাধ্যমিক বিদ্যালয় ১৮ জনের মধ্যে ১৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৭ দশমিক ৭৭ ভাগ। টেংরামারি মাধ্যমিক বিদ্যালয় ২৯ জনের মধ্যে ২২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৫ দশমিক ৮৬ ভাগ। আর আর মাধ্যমিক বিদ্যালয় ৩৬ জনের মধ্যে ১০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ২৭ দশমিক ১০ ভাগ। সীমান্ত মাধ্যমিক বালিকা   বিদ্যালয় ২৩ জনের মধ্যে ০৩ জন পাশ করেছে। পাশের শতকরা হার ১১ দশমিক ৫৩ ভাগ। কামদেবপুর  মাধ্যমিক বিদ্যালয় ৪৫ জনের মধ্যে ৩২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭১ দশমিক ১১ ভাগ। গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪ জনের মধ্যে ২১ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৭ দশমিক ৪৯ ভাগ। পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৮ জনের মধ্যে ৬২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৯১ দশমিক ১৭ ভাগ। হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯ জনের মধ্যে ১২ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৩ দশমিক ১৫ ভাগ। চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ৩৮ জনের মধ্যে ২৯ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৬ দশমিক ৩১ ভাগ। ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৮ জনের মধ্যে ৪০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬৮ দশমিক ৯৬ ভাগ। কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ২০ জনের মধ্যে ১৫জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৫ ভাগ। মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৩ জনের মধ্যে ১ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৩৩ দশমিক ৩৩ ভাগ। বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ৪১ জনের মধ্যে ৩৫ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৮৫দশমিক ৩৬ ভাগ। সি এস সি মাধ্যমিক বিদ্যালয় ২৫ জনের মধ্যে ১৯ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৬ ভাগ। মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৩ জনের মধ্যে ১৪ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৬০ দশমিক ৮৬ ভাগ। আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪৭ জনের মধ্যে ৩৬ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৮ দশমিক ৫৯ ভাগ। সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় ২৬ জনের মধ্যে ২০ জন পাশ করেছে। পাশের শতকরা হার ৭৬ দশমিক ৯২ ভাগ।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.