মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ মার্চ:
মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে বাসের ধাক্কায় নসিমন চালকসহ দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন, এ উপজেলার তেরাইল গ্রামের আব্দুল গণির ছেলে নসিমন চালক শরীফুল ইসলাম (৩২) ও যাত্রী একই উপজেলার কোদাইলকাটি গ্রামের সামসুল হক (৩৭)।
এদের মধ্যে সামসুল হক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও নসিমন চালক শরীফুল ইসলাম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ রবিবার বিকালে ওলিনগর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
আহত শরীফুল ইসলাম জানান, গাংনী থেকে বামুন্দীর উদ্যোশ্যে যাওয়ার সময় একটি চলন্ত বাস পিছন থেকে ধাক্কা পার্শ্ববর্তি খাদে উল্টে পড়ে নসিমনটি। নসিমনটি ভেঙ্গে চুরে গেছে বলে জানান নসিমন চালক শরীফুল ইসলাম।
Facebook Comments