মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়ায় বর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার দিনব্যাপী গ্রাজুয়েট ফোরাম নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে।
সকাল সাড়ে ৭টার দিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। ফোরামের সভাপতি ফজলুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধাক্ষ্য বাবুল আক্তার,উৎসব উদযাপন কমিটির আহব্বায়ক আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, জাবলুন নবী,
নুরুন নবী, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান মুস্তাক, মিলন, রাজু, বিজন, আরিফসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দুপুরে মধ্যহৃ ভোজ শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করে দুটি দল।

জোড়পুকুরিয়ায় বর্ষ বরণ উৎসব উদযাপন
Facebook Comments