Templates by BIGtheme NET
Home / ধর্ম / পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন উপলক্ষে আলোচনা

পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন উপলক্ষে আলোচনা

2মেহেরপুর নিউজ, ২৮ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান,ইসলামী ফাইন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজম, জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।

সভায় আলোচনা সাপেক্ষে জেলার প্রধান জামাত নতুন ঈদগাহে ৮.১৫ মিনিটে ও চুয়াডাঙ্গা রোডে অবস্থিত পুরাতন ঈদগাহে সাড়ে ৮ টায়। এছাড়াও কোর্ট মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, থানায় সকাল সাড়ে ৭ টায় ও মহিলা জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে নির্ধারন করা হয়।

এদিকে আমাদের আমঝুপি প্রতিনিধি শহিদুল ইসলাম জানিয়েছেন আমঝুপি কেন্দ্রীয় ঈদগাগে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

1ভোক্তা সংরক্ষন আইন সংক্রান্ত আলোচনা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা সংরক্ষন আইন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.