মেহেরপুর নিউজ, ১৬ আগষ্ট:
মেহেরপুর নিউজ ফেসবুক পেজে লাইভ টকশো আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮:৪০ মিনিট পর্যন্ত লাইভ টকশো অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট শিরোনমে অনুষ্ঠিত লাইভ টকশো তে অংশগ্রহন করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, মেহেরপুর জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াদুল মোমিন এবং ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহাবুব চাঁদু। প্রথম দিনের ফেসবুক পেজে লাইভ টকশোটি ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই দেশ বিদেশ থেকে ফোন করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
টকেশোতে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, তার নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে বঙ্গবন্ধুকে লালন করার আহবান জানান।

`বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট ‘ শীর্ষক লাইভ টক শো অনুষ্ঠিত
Facebook Comments