মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৩ এপ্রিল)ঃ
বাংলা নববর্ষকে বরন করতে মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যেগে দু’দিন ব্যাপী গ্রামীন মেলা শুরু হয়েছে। মেলায় স্থান পেয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এসব সামগ্রী। চলছে মেলা মঞ্চে বিভিন্ন সংগঠনের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ১৩ এপ্রিল শেষ বিকেলে মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যেগে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হওয়া ২ দিন ব্যাপি গ্রামীন মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার উদ্যেক্তা মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ, মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক হেলাল উদ্দীন , সদর ইউএনও আব্দুর রাজ্জাক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশকার আলী,শহর আওয়ামীলীগের সভাপতি ইয়ারুল ইসলাম, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির পরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ।
মেলায় দারিদ্র বিমোচন সংস্থা, পলাশী পাড়া, শিশু টাক্সফোর্স, সিবিএসডিপিসহ প্রায় ১৫ টি স্টলে গ্রামবাংলার ঐতিহ্য বহনকারী বিভিন্ন সামগ্রী শোভা পাচ্ছে
বাংলা নববর্ষকে বরন করতে মেহেরপুরের জেলা প্রশাসনের উদ্যেগে দু’দিন ব্যাপী গ্রামীন মেলা শুরু
Facebook Comments