মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিডি পুলিশ হেল্পলাইন অ্যাপ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিডি পুলিশ হেল্পলাইন অ্যাপটি কার্যকর করা নিয়ে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি, সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব, ডিবির ওসি জামাল উদ্দীন, সাংবাদিক রফিকুল আলম, রশিদ হাসান খান আলো, মিজানুর রহমান, মাজেদুল হক মানিক, ইয়াদুল মোমিন, রেজ আন উল বাশার, রাজিবুল হক সুমন, রাশেদুজ্জামান প্রমুখ।
Facebook Comments