Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মুজিবনগরে পিক আপ থেকে পড়ে আহত ফজলুল হকের মৃত্যু

মুজিবনগরে পিক আপ থেকে পড়ে আহত ফজলুল হকের মৃত্যু

শাকিল রেজা, মেহেরপুর নিউজ,১৬ আগষ্ট:
মেহেরপুরের মুজিবনগরে গরু বহনকারী পিকআপ থেকে পড়ে আহত ফজলুল হকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাসভবন সোনাপুরে তিনি মারা যান। এর আগে সোমবার সকালে উপজেলার বাগোয়ান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক উপজেলার সোনাপুর গ্রামের সুলতান হকের ছোট ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাগোয়ান থেকে একটি গরু বোঝাই পিকআপের পিছনে চড়ে চুয়াডাঙ্গার ছুটিপুর হাটের উদ্দেশ্যে রওয়ানা হয় ফজলুল হক। পিকআপটি বাগোয়ান মোড়ে গিয়ে পৌছালে নিয়ন্ত্রণ ফজলুল হক সড়কে পড়ে যান। এতে তিনি মাথায় গুরতর আঘাত পান। তকে উদ্ধার করে মুজিবগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় স্থানান্তর করার কারণে ফজলুল হকের পরিবারের লোকজন ঢাকায় যাওয়ার প্রস্তুতি হিসেবে তাকে নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মুত্যুবরণ করেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.