মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর একতা ক্লাবের উদ্যোগে যতারপুর মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলায় সাহেবপুর একাদশ টাই ব্রেকারে ৪-৩ গোলে স্বাগতিক যতারপুর একতা ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত থাকায় শেষ পর্য়ন্ত টাইে ব্রকারের মাধ্যমে নিষ্পতি ঘটানো হয়।
সেমি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু। এর আগে তিনি উভয় দলের খেলোয়াডদের সাথে পরিচিত হন।
Facebook Comments