Templates by BIGtheme NET
Home / কৃষি সমাচার / মেহেরপুরের কালাচাঁদপুরে বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ

মেহেরপুরের কালাচাঁদপুরে বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ

3মেহেরপুর নিউজ,১৪ আগষ্ট:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে কালাচাঁদপুর গ্রামে বৃক্ষরোপন কর্মসূচী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালাঝাদপুর জামে মসজিদে গাছের চারা রেপন করে এবং গ্রামবাসীর ,মাঝে গাছের চারা বিতরণ করেণ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, এনডিসি মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার মো: আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.