মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৫ সেপ্টেম্বর :
মেহেরপুরের বিশিষ্ট সাংবাদিক মানবজমিনের মেহেরপুর জেলা প্রতিনিধি সামাদুল ইসলাম শুক্রবার সকালে আকষ্মিক হৃদরোগে আক্রানত্ম হয়েছেন।
জানা যায়, এদিন সকালে তিনি মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়াস্থ নিজ বাসভবনে ঘুমনত্ম অবস্থায় হৃদরোগে আক্রানত্ম হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তার ডান হাত ও ডান পা অবশ হয় গেছে ও কথা বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এন পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, মেহেরপুর শহর আওয়ামীলীগের সম্পাদক আক্কাস আলী,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন,সম্পাদক পলাশ খন্দকার সহ স্থানীয় সাংবাদিকরা তাকে হাসপাতালে দেখতে যান। আশু রোগ মুক্তি কামনা করেছেন তার পরিবার।