মেহেরপুর নিউজ, ০৯ ফেব্রুয়ারী:
আগামী ২৪ ফেব্রুয়ারী মেহেরপুর সরকারী কলেজ মাঠে ৩ দিনব্যাপী আঞ্চলিক এজতেমা অনুষ্ঠিত হবে।
এজতেমা উপলক্ষে মঙ্গলবার থেকে সরকারী কলেজ মাঠে এজতেমার প্রস্তুতি শুরু হয়েছে। সকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু করা হয়। আমীর ডা. আব্দুল কাজীর তত্ববোধনে প্রায় ২ শত কর্মী বিনা শ্রমে মাঠের প্রস্তুতি কাজে অংশ গ্রহন করছে। চলিত মাসের ২৪ তারিখে ধর্মিয় বয়ানের মধ্য দিয়ে এজতেমা শুরু হবে। ২৬ ফেব্রুয়ারী আখেরি মোতাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
Facebook Comments