Templates by BIGtheme NET
Home / জাতীয় ও আন্তর্জাতিক / মেহেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মেহেরপুর নিউজ, ২৩ জুন:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহাম্মদ। বক্তব্যে রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ: গাফফার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম, পিআইও নাহিদা ইসলাম এবং হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল ।
এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.