Templates by BIGtheme NET
Home / শিক্ষা ও সংস্কৃতি / মেহেরপুরে ইফা’র পুরস্কার বিতরন।।মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার ৭ জন শিক্ষার্থীর কৃতিত্ব

মেহেরপুরে ইফা’র পুরস্কার বিতরন।।মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার ৭ জন শিক্ষার্থীর কৃতিত্ব

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ফেব্রয়ারী:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে হামদ-নার্ত প্রতিযোগিতায় মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী মোট ১২ টি পুরস্কার জিতে নিয়েছে। এদের মধ্যে আলীম ২য় বর্ষের ছাত্র মোঃ তাওহীদুল ইসলাম হামদ ও নার্তে ১ম হয়েছে। এছাড়া নবম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন হামদ ও নাতে ২য় স্থান, অষ্টম শ্রেলীর ছাত্র মাহফুজুর রহমান হামদে ২য় ও নার্তে ১ম স্থান অধিকার করে। ৮ম শ্রেণীর ছাত্র সুলাইমান নাতে ২য় স্থান অধিকার করেছে। ৫ম শ্রেণীর ছাত্রী সালেহ আক্তার লিমা হামদে ও নাতে ১ম স্থান অধিকার করেছে। ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আবিদুল ইসলাম হামদে ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আসিফ ইকবাল হামদে ২য় ও নাতে ৩য় স্থান অধিকার করেছে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.