মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৭ মে:
মেহেরপুর জেলা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে কর্মী তারাবিয়াত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আজ ৭ মে বৃহস্পতিবার মেহেরপুর জেলা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের উদ্যেগে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈশা আন্দোলনের কর্মী তারাবিয়াত ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম অঞ্চলের সভাপতি হাফেজ নুরুল ইসলাম নায়েম। সভাপতিত্ব করেন জেলা সভাপতি রহমানতুল্লাহ । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের সাধারন সম্পাদক আবুল কালাম কাসেমী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোলাইমান খান, রেজায়ানুল ইসলাম, আব্দুর রহমান, মারুফ হোসেন প্রমুখ।