Templates by BIGtheme NET
Home / শিক্ষা ও সংস্কৃতি / মেহেরপুরে এ আই ইউবি বিতর্ক উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

মেহেরপুরে এ আই ইউবি বিতর্ক উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

7মেহেরপুর নিউজ,০২ মে:
জাগো মেহেরপুর ও এ এম এস এর যোৗথ উদ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগীতায় আগামীকাল মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্ক উৎসব। এ বিতর্ক উৎসব সফল করতে সাংবাদিকদের সংবাদ প্রকাশের আহবান জানিয়ে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজককারীরা।

শনিবার সকাল ১১ টার দিকে জাগো মেহেরপুর এর মুখপাত্র শোয়েব রহমানের সভাপতিত্বে সংবাত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকান ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী পরিচালক প্রশাসক ও বিতর্ক সংগঠক রাশেদুল ইসলাম পল্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের উপদেষ্টা ও সমাজসেবক সিরাজুল ইসলাম মাষ্টার. বিতর্ক সংগঠক ও এনটিভি সিনিয়র স্টাফ রিপোর্টার মুকাসিমুল আহসান অপু, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, এ এম এস এর মুখপাত্র এস এম ফয়সাল। সংবাদ সম্মেলনে মেহেরপুরে কর্মরত বিভিন্ন গনমাধ্যমে কর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামীকাল ৩ মে, রোববার মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৩২০ জন শিক্ষার্থী বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করবে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.