Templates by BIGtheme NET
Home / বিনোদন / মেহেরপুরে কবি নজরুলের ১১৭ তম জন্মবার্ষিকী পালিত

মেহেরপুরে কবি নজরুলের ১১৭ তম জন্মবার্ষিকী পালিত

13285773_943765972404016_733188606_nমেহেরপুর নিউজ, ২৫ মে:
নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল/মোর প্রিয়া হবে এস রানী,দেব খোপায় তাঁরার ফুল,কর্ণে দোলাবো তৃতীয়া তিথি,চৈতী চাঁদের দুল… এ ধরণের নানা কালজয়ি গানের রচয়িতা কবি নজরুল ইসলাম। কবি নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি, প্রেমের কবি, সাম্যের কবি। বাংলাদেশের জাতীয় কবি। গাণ ছাড়াও কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটকসহ লেখনির সবখানেই ছিল কবির বিচরণ।

আজ ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্ম বার্ষিকী। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
13293104_943766192403994_1724271500_nবুধবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে কবির ১১৭ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।  জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আলোচনা শেষে নজরুল সন্ধ্যা, নজরুল রচয়িত নাটক মানুষ মঞ্চস্থ হয়। এছাড়াও অনুষ্ঠানে কবি নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.