মেহেরপুর নিউজ,২২ মে:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে সংর্ঘষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকালের দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়র জানান, সোমবার বিকালে ছানোয়ার খাতুনের ছাগলে কাশেম আলীর জমিতে পাট খেলে তিনি তার হাতে থাকা নিড়ানি দিয়ে ছাগলটিকে মেরে রক্তাক্ত জখম করে। পরে ছাগল মালিক ছানোয়ারা খাতুন এর প্রতিবাদ করলে উভয় গ্রæপের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংর্ঘষে ছানোয়ার খাতুন, বিশারত আলী ও জমির মালিক কাশেম আলী ও কাশেমের ছেলৈ রতন আহত হন। এদেও মধ্যে ছানোয়ার খাতুন, বিশারত আলীকে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Facebook Comments