মেহেরপুর নিউজ, ০৬ জুন:
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা গাংনী উপজেলা কাথুলী এবং সংগঠনের সদস্য তৌফিকুল বারি বকুল মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়।
সোমবার দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ডিআইও ওয়ান সোলায়মান মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তৌফিকুল বারি বকুল, সংগঠনের কার্যকরী সভাপতি এসকেন আলী, সহসভাপতি আশাবুল হক, সাংগঠনিক সম্পাদক সোহরাভ উদ্দিন, সদস্য সাফুয়ান আহমেদ রুপক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাক মালিক গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চেয়ারম্যান মিজানুর রহমান রানা ও তৌফিকুল বারি বকু কে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
মেহেরপুরে ট্রাক মালিক গ্রুপের দু’সদস্য চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
Facebook Comments