Templates by BIGtheme NET
Home / ইতিহাস ও ঐতিহ্য / মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

3মেহেরপুর নিউজ,২৫ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তপোধ্বনী, স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন, জাতীয় সঙ্গীত,পতাকা উত্তোলন,প্যারেড ও কুচকাওয়াজের মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধানতা ও জাতীয় দিবস-২০১৫।

বৃহস্পতিবার ভোরে মেহেরপুর মহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবস টির সুচনা করা হয়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ৩১ বার তপোধ্বনীতে অংশ নেন। পরে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন,মেহেরপুর-১ আসনের 2সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়াও এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, মেহেরপুর সরকারী কলেজ, মহিলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, জেলা কৃষকলীগ, পৌর কলেজ, জেলা আইনজীবি সমিতি, শিল্পকলা একাডেমী, জেলা বিএমএ, স্বাচীপ, আহমদ আলী টেকনিক্যাল কলেজ, মেহেরপুর ব্রাক অফিস, এরিষ্টো কম্পিউটার, প্রভাতী কিরণ সংস্থা, জনস্বাস্থ্য, পল্লী বিদ্যুত, বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্মলীগ, সড়ক বিভাগের পক্ষে স্ব স্ব কর্মকর্তারা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। স্ব স্ব কর্মকর্তারা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.