মেহেরপুর নিউজ ২৪ ডট কম (২রা এপ্রিল) নিউজ ডেস্ক ঃ
আজ মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর সড়কে নছিমনের ধাক্কায় রিনা (৪) নামক এক শিশু নিহত হয়। জানাগেছে যাত্রী বোঝায় নছিমন চাঁদপুর গ্রামের মহাব্বত আলীর কন্যা রিনাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় উত্তেজিত জনতা নছিমনটিকে ধাওয়া করলে চালক বাবলু (২৫) দ্রুতগতিতে পালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি উল্টে গেলে বাবুল, আনজিরা(৬৫), তরিকুল(২৬) , রানা (২) আহত হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।
Facebook Comments