মেহেরপুর নিউজ, ৩১ ডিসেম্বর:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া সবুজ সংঘ জয়লাভ করেছে।
শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বামনপাড়া সবুজ সংঘ ২০-৪ গোলে পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরীকে পারজিত করে।
বিজয়ী দলের পক্ষে আশরাফ ১০টি, শাহারুল ৬টি, নয়ন ২টি ও রাব্বি এবং মুন্না ১টি কওে গোল করেন। পিরোজপুরের পক্ষে রিন্টু ও মুক্তা ২টি করে গোল করেন।
Facebook Comments