মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী :
মেহেরপুর নজর“ল স্কুল পাড়ার বাসিন্দাদের উদ্যাগে শুক্রবার কবি নজর“ল শি¶া মজ্ঞিল মিলনায়তনে এলাকার প্রবীণদের পুনঃ মিলনীর আয়োজন করা হয়। প্রকৌশলি নওশাদ খানের সভাপতিত্বে পুনঃ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজর“ল শি¶া মঞ্জিলের প্রধান শি¶ক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এ বাশার, ডা. এম এ বাশার, ডা. শাহদাত হোসেন । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কাওছার, আইয়ূব হোসন, রবিউল আওয়াল, এ জেড এম মার“ফুজ্জোহা গোরা প্রমুখ।
Facebook Comments