Templates by BIGtheme NET
Home / কৃষি সমাচার / মেহেরপুরে বিএডিসি শ্রমিকদের ৩য় দিনের মত বিক্ষোভ

মেহেরপুরে বিএডিসি শ্রমিকদের ৩য় দিনের মত বিক্ষোভ

মেহেরপুর নিউজ, ১৬ মে:
তৃতিয় দিনের মত চাকরী নিয়মিত করণ ও দুইটি ভাতা প্রদানরে দাবিতে মেহেরপুর সদর উপজেলার বারাদি বিএডিসি ফার্ম ও আমঝুপি বীজ উৎপাদন ফার্মের শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বুধবার সকালে বারাদি বিএডিসি ফার্ম শ্রমিক লীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে বারাদি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের সড়ক প্রদক্ষিণ করে ফার্মে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন সাব্বিরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবু বকর, আসাদুল ইসলাম, মিঠুন, শামীম আলী,সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আজগর আলী, সাহাবদ্দিন, খোকন, আখতার, পাভেল, শফিকুল, রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.