Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুরে বিএম স্কুলের ২০০২ সালের বন্ধুদের ঈদ আড্ডা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএম স্কুলের ২০০২ সালের বন্ধুদের ঈদ আড্ডা অনুষ্ঠিত

মেহেরপুর নিউজ, ২৯ জুন:
আড্ডা, গল্প ও কফির চুমুকে চুমুকে শৈশবের স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনার মধ্যে দিয়ে মেহেরপুর শহরের বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০০২ সালের ৫ম শ্রেনী ব্যাচের ঈদ পূনর্মিলনী ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারের আঙ্গিনায় সবুজ ঘাসের উপর এ আড্ডা অনুষ্ঠিত হয়।

আড্ডায় বন্ধুরা স্কুল জীবনের কত মধুর স্মৃতির কথা তুলে ধরে গল্প ও আড্ডা জমিয়ে তোলেন। এসময় বন্ধুদের নিজেদের বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনার কথা সকলের মাঝে তুলে ধরেন। আড্ডা বেশ জমে ওঠে, মুহুর্তের মধ্যে সকলেই সেই সোনালী শৈশব ফিরে পান। পরে ভবিষ্যতে শৈশবের সকল বন্ধুদের নিয়ে এ ধরনের আয়োজন করার অঙ্গিকার করেন বন্ধুরা।

আড্ডায় ব্যাচের বন্ধু মুজাহিদ মুন্না. ডা. আরাফাত আকাশ, শফিউল ইসলাম চপল, জাকিরুল ইসলাম, শোভা আশরাফ, নাসরিন, আজম, আবু সাঈদ, নুসরাত জাহান তিথি, জাভেদ ইফসুফ অভি, রনি, রুবেল, মিজান, শুভ, মেহেদী হাসান, আজিজুল, স্বজল, মাসুম, মৌওসহ বন্ধুরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.