Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুরে ভিমরুলের কামড়ে দু’চাষী আহত

মেহেরপুরে ভিমরুলের কামড়ে দু’চাষী আহত

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(৬ এপ্রিল):
মেহেরপুর সরকারি কলেজ সংলগ্ন মাঠে কাজ করতে গিয়ে ভিমরুলের কামড়ে মারাত্নক আহত হয়েছে দু’ চাষী। আহতরা হলেন, মেহেরপুর হোটেল বাজারের আমিনুর ইসলামের ছেলে আশরাফুল ও সোহেল। আহতদের মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ৬ এপ্রিল সকালে মেহেরপুর সরকারি কলেজের পাশের মাঠে ধানের জমিতে সেচের পানি দেওয়া শেষে বাগানে আম গাছের নিচে মেহেরপুরের হোটেল বাজারের চাষী আশরাফুল ও সোহেল বসে বিশ্রাম করছিলেন। এসময় আচমকা কয়েকটি ভিমরুল এসে তাদের কামড় দেয়। কামড়ে মুখের বিভিন্ন অংশ ফুলে উঠলে মাঠের অন্যান্য চাষীদের সহায়তায় তাদের মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার মেহেরপুর নিউজ কে বলেন,তাদের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। তারা ভাল আছে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.