Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুরে সাপে কেটে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরে সাপে কেটে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুর নিউজ, ০৮ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বামন্দী (কড়ুইইগাছি) গ্রামে সাপে কেটে আসিফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাতের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসিফ হোসেন গ্রামের সুন্নত আলীর ছেলে। সে স্থানীয় কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আসিফ হোসেন অন্যান্য রাতের ন্যায় মঙ্গলবার রাতে লেখাপড়া শেষে নিজ ঘরের ঘুমিয়ে পড়ে। গভীররাতে একটি বিষধর সাপে তাকে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসার জন্য নেয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.