Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুরে ৪ দিনের ব্যবধানে আবার কালবৈশাখী ঝড়ের আঘাত

মেহেরপুরে ৪ দিনের ব্যবধানে আবার কালবৈশাখী ঝড়ের আঘাত

মেহেরপুর নিউজ, ১০ মে:
মেহেরপুরে ৪ দিনের ব্যবধানে আবার কাল বৈশাকী ঝড়ে ১ বৃদ্ধার মূত্যু, গাছপালা ভেঙে যান চলাচল বন্ধ, বাড়ি ঘর ভাংচুর ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাল বৈশাখী ঝড়ে এ আঘাত হানে। সকাল ৮টার দিক থেকে মেহেরপুরের আকাশ কালো মেঘে ঘরে যায়। ৯টার দিকে ঝড়ে আঘাত হানেতে শুরু করে। সেই সাথে ভারি বর্ষন শুরু হয়। ঝঢ়ের তান্ডবে সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে দেওয়াল চাপা পড়ে ফকিরের স্ত্রী পচাতন নেছা (৭০) মূত্যু হয়। এদিকে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বাড়াদী বাজার এলাকায় বিলাশ কড়–ই গাছ ভেঙে পড়ে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও ঝড়ে সদর উপজেলার শোলমারী, আশরাফপুর, গাংনী উপজেলার বামুন্দী সড়কে বিপুল পরিমান গাছ ভেঙে পড়ে। জেলার বিভিন্ন গ্রামে ভারী বর্ষনের ফলে পাকা ধান মাটিতে লুটে পড়ে। এদিকে ভারী বর্ষনের ফলে শহরের জেলা প্রশাসক কার্যারয় চত্বর, জেলা মিল্পকলা একাডেমী মোড়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, টিএনটি রোড, সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। পরে জেলা প্রশাসক পরিমল সিংহ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া, শোলমারী, উজলপুর গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি ঝড়ে দেওয়াল চাপায় নিহত পচাতন নেছার পরিবারকে ২০ হাজার টাকা অনুদান ও ২ বান্ডিল টিন দেওয়ার ঘোষনা দেন। জেলা ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা ওয়ালি উদ্দিন জেলা প্রশাসকের সাথে ছিলেন। এদিকে জেলা প্রশাসক পরিমল সিংহ ঝড়ে[ ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান ও সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.