Templates by BIGtheme NET
Home / বিনোদন / মেহেরপুর অরণির নাট্য শিল্পিদের সপ্তাহ ব্যাপি নাট্য প্রাশিক্ষন শুরু

মেহেরপুর অরণির নাট্য শিল্পিদের সপ্তাহ ব্যাপি নাট্য প্রাশিক্ষন শুরু

মেহেরপুর নিউজ ২৪ ডট কম:
মেহেরপুর অরণি গ্রুপ থিয়েটারের উদ্যোগে  শনিবার মেহেরপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অরণির নাট্য শিল্পিদের সপ্তাহ ব্যাপি নাট্য প্রাশিক্ষন শুরু হয়েছে। জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মুনমুন হাফিজ শিশির প্রধান প্রশিক্ষক হিসেবে নাট্যকর্মশালার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রশিক্ষক অতিকুর রহমান স্বপন, শেখ মোমিন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.