মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারি:
জনতা ব্যাংক লি: মেহেরপুর শাখার উদ্যোগে ১’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জনতা ব্যাংক কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্যবস্থাপক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জোনের এ জি এম বীরেন্দ্র চন্দ্র তপাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক আব্দুস সামাদ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জনতা ব্যাংক শীতার্তদের সহযোগীতায় অতিতে ছিলো,বর্তমানেও করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
Facebook Comments