মেহেরপুর নিউজ, ০৫ জুলাই:
মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কমির মোমবাতি প্রতীকে ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে সাধারণ সম্পাদক পদে নওশাদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় আগেই নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের অফিসে ভোট গ্রহন হয়ে বিকাল ৪টার সময় শেষ হয়।
নির্বাচনে সহ-নভাপতি পদে নজরুল ইসলাম আনারস প্রতীকে ৫১১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে শাজাহামাল বাবু ৫২২ ভোট, সাংগঠানিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ২৪৭ ভোট, কোষাধ্যক্ষ পদে আব্দুল আজিজ ৪৭৯ ভোট, প্রচার সম্পাদক পদে লাবলু শেখ ৩৭৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মুত্তালেব শেখ ৪৪৩ ভোট, শ্রমিক কল্যান সম্পাদক পদে জালাল উদ্দিন ৪৯৪ ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে খলিল শেখ ৪৪৪ ভোট এবং নির্বাহী সদস্য পদে মাজেদুল হক ৫১৯ ভোট, মোমিন শেখ ৪২০ ভোট, আজমত আলী ৩৮১ ভোট ও আজমাইল হোসেন ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. ইয়ারুল ইসলাম ও নির্বাচন কমিশনার হিসেবে আছেন সাংস্কৃতিক কর্মী নিশান সাবের। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ১ হাজার ৩শ ৯৯ জন ভোটারের মন জয় করতে ৩৮ জন প্রার্থী নির্বাচন করেন। নির্বাচনে ১ হাজার ২শ ৬১ টি ভোট পোল হয়।