Templates by BIGtheme NET
Home / আইন-আদালত / মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসানের মায়ের ইন্তেকাল ।। দুপুর ২ টায় কোর্ট মসজিদে ১ম জানাযা

মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসানের মায়ের ইন্তেকাল ।। দুপুর ২ টায় কোর্ট মসজিদে ১ম জানাযা

মেহেরপুর নিউজ,২১ ডিসেম্বর:
মেহেরপুর জেলা ও দায়র জজ মো: রবিউল হাসানের মা নুরুন্নাহার নছিফা (৮৫) ইন্তেকাল করেছেন। এদকিে ঘটনায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে সমবদেনা জ্ঞাপন করা হয়েছে। একই সাথে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির, মেহেরপুর প্রেসক্লাব সহ বিভিণ্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টর দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি: শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯ ডিসেম্বর মাল্টি অর্গান ফেল নামক রোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ খবর পেয়ে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা ও দায়র জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক, জিপি মোখলেসুর রহমানসহ আইনজীবীরা হাসপাতালে ছুটে আসেন।
মরহুমার সন্তান জেল জজ মো: রবিউল হাসান মেহেরুর নিউজকে বলেন, দুপুর ২টার দিকে মেহেরপুর কোর্ট জামে মসজিদে প্রথম জানাযা শেষে নিজ বাসভবন পাবনা শহরের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হবে।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.