মেহেরপুর নিউজ,২২ অক্টোবর:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ১২ টি পদের বিপরিদে ২৮ জন প্রার্থী প্রতিন্দীতা করছেন। নির্বাচনে ১ হাজার ৪শ ৮৫ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ১২ জনকে নির্বাচিত করবেন। সকাল ৮টায় ৯টি বুথে একযোগে ভোট গ্রহন শুরু হয়েছে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটদান পর্ব চলবে। নির্বাচন যুদ্ধে সভাপতি পদে আলী কদর (মোমবাতি) নিজামুল ইসলাম রকেট (টেলিভিশন) কার্যকরী সভাপতি পদে ওয়াদুদ আলী (ট্রাক), সানোয়ার হোসেন (মোটরসাইকেল), বাদল শেষ (কার), সহ-সভাপতি পদে আনোয়ারুল ইসলাম (রিকসা), গোলাম কিবরিয়া (মোবাইল), শাহদত আলী (খেজুরগাছ), সাধারণ সম্পাদক পদে কুতুব উদ্দিন বাবু (বাঘ) কামরুল ইসলাম (আনারস), যুগ্ম সম্পাদক পদে মাসুদ করীম (হরিন), মিয়ারুল ইসলাম (মই), সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান টগর (গরুর গাড়ি), মিয়ারুল ইসলাম (বাই-সাইকেল), সাংগঠানিক সম্পাদক কামাল শেষ (ফুটবল), মিয়াজান আলী (তালা) প্রচার সম্পাদক আফরোজ আলী (মাইক), রফিকুল ইসলাম (হাতুড়ি), শহিদুল ইসলাম (সেনি), লাইন সম্পাদক পদে আল আমিন (টায়ার), ইউসুফ হোসেন (হাতি), কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার (চেয়ার), মোরাদ আলী (এরোপপ্লেন), নির্বাহী সদস্য পদে কাবিল উদ্দিন (দায়ত কলম), জাহিদুল ইসলাম (মাছ), মুকুল ইসলাম (আম), রিপন আলী খা (ছাতা) এবং শমসের আলী (কাপপিরিস) এ প্রতিন্দীতা করছেন। নির্বাচন উপলক্ষে ওয়াপদা মোড়ে কার্যালয়ের সামনে প্রার্থীরা তাদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে ফেলেছেন।
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু
Facebook Comments