Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুর জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আযম আহবায়ক, তাপস সদস্য সচিব

মেহেরপুর জেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন :: আযম আহবায়ক, তাপস সদস্য সচিব

মেহেরপুর নিউজ, ২৩ ডিসেম্বর:

জেলার গণমানুষের স্বার্থ সংরক্ষণে “মেহেরপুর জেলা প্রেসক্লাব”র আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর শিশু একাডেমি মিলনায়তনে মেহেপুরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের লেখক যুগান্তরের সাংবাদিক তোজাম্মেল আযমকে আহবায়ক করে ১৩ সদস্য‘র আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব রেজ আন উল বাসার তাপস, সদস্য দেশ তথ্য‘র মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদ’র মাহাবুব চান্দু, কালের কন্ঠ’র ইয়াদুল মোমিন, মাটির ডাক’র মুহাম্মদ মহাসিন, বাংলাদেশ প্রতিদিনের মাহাবুবুল হক পোলেন, মানব জমিন ও এশিয়ান টিভির আক্তারুজ্জামান, চ্যানেল ৯ এর আবু নাসের সম্াট, বাংলাদেশের খবরের মনিরুল ইসলাম, মানবকন্ঠের মুজাহিদ মুন্না, দৈনিক পশ্চিমাঞ্চলের ডি, এম মুকিদ ও মাটির পৃথিবীর আতাউর রহমান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের জেলা প্রতিধিধি আবু লায়েছ লাবলু, সময়ের সমিকরণের হাসান মোস্তাফিজুর রহমান, আমার সংবাদের মিজানুর রহমান, বাসস‘র দিলরুবা খাতুন, ভোরের পাতা‘র সাঈদ হোসেন, দৈনিক ইনকিলাবের ফারুক মল্লিক, দৈনিক দিনের খবরের এ সিদ্দিকী শাহীন প্রমুখ।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.