Templates by BIGtheme NET
Home / বর্তমান পরিপ্রেক্ষিত / মেহেরপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচী

মেহেরপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচী

মেহেরপুর নিউজ, ০৮ মার্চ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচী শুরু হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে কর্মসূচীতে বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় মাসুদ অরুণ তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে আর কোন ষড়যন্ত্র হলে আগামীদিন স্থানীয়ভাবে জেলা বিএনপি স্বেচ্ছায় কারাবরণ কর্মসুচী গ্রহণ করবে। এসময় নেতাকর্মীরা হাত তুলে তার এ আহবানে সাড়া দেন। কর্মসূচীতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.