Templates by BIGtheme NET
Home / বিনোদন / মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মূল্যায়ন সভা ও সংবর্ধনা প্রদান

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মূল্যায়ন সভা ও সংবর্ধনা প্রদান

8মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:
মেহেরপুর জেলা শিল্পকলা এ কাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুজিবনগর নাট্য উৎসব এবং জেলা শিপ্লকলা একাডেমীর মেহেরপুর পরিবেশিত নাটকের উপর মূল্যায়ন সভার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড মিয়াজান আলী। বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান ,সহকারী অধ্যাপক হাসানুজ্জামান মালেক এ্যাড পল্লব ভট্রাট্রচার্য, আব্দুল ওয়াদুদ, অরণীর সভাপতি নিশান সাবের, মৃত্তিকার সভাপতি মানিক হোসেন প্রভাষক জাহির হোসেন চঞ্চল, মাহবুবুলহক মন্টু প্রমুখ।
11পরে মেহেরপুর জেলা শিল্পকলা এ কাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড মিয়াজান আলী শেরে বাংলা একে ফজলুল হক স্বর্ণ পদকে ভূষিত, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক আশরাফ মাহমুদ উচ্চতর প্রশিক্ষক হওয়া এবং শিল্পকলা একাডেমীর শিশুরা এনটিভির মার্কস আলরাউন্ডারে সেরা ১০  এ স্থান করে নেওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।এ সময় জেলা পরিষদের প্রশাসক এ্যাড মিয়াজান আলী, আশরাফ মাহমুদ, শিশু শিল্পী শান্ত, পলাশী, লামিয়া তির্থ এবং লাজুককে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.