Templates by BIGtheme NET
Home / অতিথী কলাম / মেহেরপুর নিউজের মাধ্যমেই আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে মেহেরপুর জেলা

মেহেরপুর নিউজের মাধ্যমেই আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে মেহেরপুর জেলা

zakirমো: জাকির হোসেন:
মিডিয়া সমাজের দর্পণ। মিডিয়ার মাধ্যমেই ফুটে ওঠে একটি সমাজের বাস্তব চিত্র। সমাজ গঠনেও মিডিয়ার ভ‚মিকা অনস্বীকার্য। বিশ্বের প্রতিটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মিডিয়া অসামান্য অবদান রেখে চলেছে। আমাদের প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে ক্ষুদ্র এই দেশের ক্ষুদ্র জেলা শহর মেহেরপুর। শহর ক্ষুদ্র হলেও এর ঐতিহ্য ইতিহাস অত্যন্ত গৌরবের। মেহেরপুরের মুজিবনগরেই গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। অতি সরল ও সাধারন মানুষের বসবাস এই ক্ষুদ্র জনপদে। তাদের জীবন যাত্রার মান আর দশটি জেলা শহরের তুলনায় অনেক পিছিয়ে। পশ্চাদপদ জনগোষ্ঠিকে বিশ্ব সভায় পরিচয় তুলে ধরতে মেহেরপুর নিউজ অগ্রনী ভূমিকা পালন করছে। এই মিডিয়ার মাধ্যমেই মেহেরপুর আন্তর্জাতিক পরিমন্ডলে স্থান করে নিয়েছে। কৃষি নির্ভর মেহেরপুরের অর্থনীতিতে মেহেরপুর নিউজের অবদান অতুলনীয়। শিক্ষা ও সংস্কৃতিতেও সমান ভূমিকা পালন করে আসছে মেহেরপুর নিউজ।

মানুষ তথ্য জানতে ও জানাতে চায়। তথ্য প্রযুক্তির যুগে ”সবার আগে তথ্য” এটি জীবনের অবিচ্ছেদ্দ অংশ। মেহেরপুর নিউজ ডট কম মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মেহেরপুর নিউজ ডট কম আপোষহীন দায়িত্ব পালন করুক। মেহেরপুর নিউজ ডট কমের ৭ম বছরে পদার্পন সফল হউক।

লেখক: পীস এ্যাম্বাসেডর (শান্তির দূত), অতিরিক্ত মহাসচিব, শিক্ষক কর্মচারী ঐক্যজোট

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.