Templates by BIGtheme NET
Home / ইতিহাস ও ঐতিহ্য / মেহেরপুর পানির অভাবে পুকুরে প্রতিমা বিসর্জন

মেহেরপুর পানির অভাবে পুকুরে প্রতিমা বিসর্জন

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ অক্টোবর :

যথাযথ ধর্মীয় উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল রোববার মেহেরপুরের হিন্দু সমপ্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। পানির অভাবে প্রথম বারের মত মেহেরপুর শহরের পূজা মন্ডপগুলি শহরের একটি পুকুরে বিসর্জন দেয়া হয়।

বিকেলে মেহেরপুর শহর ও শহরের আশপাশের মন্দির থেকে পূজা মন্ডপ গুলি আলগামন ও পাওয়ার ট্রিলার যোগে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরানো হয়। র‌্যাব-পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে ভক্তরা নেচে-গেয়ে রঙ মেখে ঢাক-ঢোল পিটিয়ে শহর দক্ষিণ করে। এসময় বিভিন্ন ধর্মের মানুষ সড়কের দু’পাশে দাড়িয়ে প্রতিমা দেখেন। সন্ধ্যার পূর্ব থেকে মন্ডপ গুলি শহরের হালদারপাড়ার একটি পুকুরে নেয়ার পর পর্যায়ক্রমে বিসর্জন দেন। এসময় পুকুরের চারপাশে হিন্দু ও মুসলিম সব সমপ্রদায়ের শ’ শ’ মানুষ সেখানে ভীড় জমায়। এর আগে সকাল থেকে মন্দির গুলিতে হিন্দু সমপ্রদায়ের মানুষজনের মধ্যে আনন্দের সাথে সাথে বেদনার সুর বেজে উঠে। এসময় ভক্তরা রঙ মাখামাখি করে ও প্রসাদ বিতরন করে। একই দিন বিকেলে আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে জেলার মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মন্ডপগুলি বিসর্জন দেয়া হয়।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.