মেহেরপুর নিউজ, ২৭ জুলাই :
মেহেরপুরে জেলা ফুটবল এ্যাসোসিয়সেনর উদ্যোগে সাইফ পাওয়ার টেক এর পৃষ্ঠ পোষকতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লীগের খেলায় আবারো ড্র হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত আমঝুপি পাবলিক ক্লাব ও চিৎলা জাগরনী ক্লাবের মধ্যেকার খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথম অর্ধে আষিকের দেওয়া গোলে চিৎলা জাগরনী এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট বাকী থাকতে আমঝুপি পাবলিক ক্লাবের জয় গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন লাল্টু তাকে সহযোগীতা করেন বাবু ও মিন্টু।
Facebook Comments