মেহেরপুর নিউজ, ২৮ জুলাই :
শেষ মূহুর্তের গোলে দীর্ঘ ৬ খেলা পর ড্র এর বৃত্ত থেকে জয় ছিনিয়ে নিলো মেহেরপুর এফ সি বি।
শনিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় এফসিবি ১-০ গোলে আশরাফপুর জন কল্যাণ ক্লাবকে পরাজিত করে। মেহেরপুরে জেলা ফুটবল এ্যাসোসিয়সেনর উদ্যোগে সাইফ পাওয়ার টেক এর পৃষ্ঠ পোষকতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ফুটবল লীগেয় শেষ মূহুতে ডি বক্সের কোনা থেকে ফ্রি কিক লাভ করে। এফ সি বি‘র সাজ্জাদের সরাসরি কিক আশরাফপুরের জালে প্রবেশ করে। আর এ গোলের সুবাদে দলের জয় পূর্ন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এফ সিবি ২ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এ গ্রæপ থেকে ২য় রাউন্ডে উঠা প্রায় নিশ্চিত করে। এদিকে প্রথম বিভাগ ফুটবল টানা ৬ ম্যাচ ড্র থাকার পর এফ সি বি‘র খেলা জয় পরাজয়ের মাধ্যমে শেষ হলো।

মেহেরপুর প্রথম বিভাগ ফুটবলে এফ সি বি জয়
Facebook Comments