মেহেরপুর নিউজ, ২৬ নভেম্বর:
একাদশ জাতীয় সংসদ নির্বচানে মেহেরপুর ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তায় আগুন জ্বালিযে সড়ক অবেরোধ করা হয়।
সোমবার সন্ধায় আওয়ামী লীগ নেতা সালেহ উদ্দীন বিশ্বাস টনিকের নেতৃত্বে সন্ধায় কোর্ট মোড় থেকে মিছিল বের করা হয়।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিযে শেষ পরে সেখানে আগুন জ্বালিয়ে কিছুক্ষেনের জন্য সড়ক অবরোধ করে রাখা হয়।
এ সময় প্রার্থী পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের শ্লোগান দেওয়া হয়।
প্রসঙ্গত, গত রবিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান এমপি ফরহাদ হোসেনকে মেহেরপুর-১ অাসনের আ.লীগের মনোনয়ন দেয় দলটি।
Facebook Comments