Templates by BIGtheme NET
Home / বিশেষ প্রতিবেদন / মোবাইলে প্রেম॥ যেমন বুনো ওল; তেমনি বাঘা তেঁতুল

মোবাইলে প্রেম॥ যেমন বুনো ওল; তেমনি বাঘা তেঁতুল

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ অক্টোবর:

মোবাইলে প্রেমের সূত্র ধরে হাজার কিলো মিটার পথ পাড়ি দিয়ে বিয়ের উদ্দেশ্যে মুখোমুখি হয়ে তাদের ভুল ভাঙল। অবশেষে যে যার মত বাড়ি ফিরে গেল। ঘটনাটি ছিল এমন।

সুদুর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার  জুমাপাড়ার শমসের আলমের ছেলে টিউব ওয়েল মিস্ত্রী আলম (৩৫) এর সাথে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউ পি’র শ্যামপুর গ্রামের আইয়ূব আলীর মেয়ে সাথীর মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর ধরে আলাপ পরিচয়ে টিউব ওয়েল মিস্ত্রি আলম নিজেকে একজন ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয়।  এছাড়া সাথী পরিচয় দেয় কলেজ ছাত্রী বলে। পরিচয় পর্বের পর ওই কপোত-কপোতী নিজেদের সুদর্শন ও সুন্দরী আখ্যা দিয়ে চুটিয়ে প্রেম করতে থাকে। এক পর্যায়ে দু’জন দু’জনকে কাছে পেতে বিয়ের পিড়িতে বসার সিদ্ধানৱ নেয়। যে কথা সেই কাজ। আলম হাজার কিলো মিটার দূর থেকে মেহেরপুর ছুটে আসে।

আলম আজ মঙ্গলবার সকালে মেহেরপুর বাস স্ট্যান্ডে  পৌছে।  সাথী প্রেমিক পুরুষ আলমকে দেখার জন্য অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে বসে থাকে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে। বাঁধভাঙা উৎকণ্ঠার অবসান দু’জন যখন মুখোমুখি হয়। আলম প্রকৌশলী তবে টিউব ওয়েল মিস্ত্রীর। লেখাপড়া নাম স্বাক্ষর পর্যন্ত এবং বিবাহিত আবার দেখতে কুৎসিত। আর সাথী সেও কম যায় কি করে। কলেজ ছাত্রী তো দূরের কথা প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পর্যনৱ পেরুয়নি। দেখতে আলমের চেয়ে কোন অংশে কম নয়। যা হোক দেড় বছরের না দেখা প্রেম , মুখোমুখির ২ মিনিটেই হ’ল ইতি। যে যার মত বাড়ির পথে রওনা হয়। এসময় অনেক পথচারীকে বলতে শোনা যায়, যেমন বুনো ওল; তেমনি বাঘা তেঁতুল।

Facebook Comments
Social Media Sharing
by webs bd .net
Copy Protected by Chetan's WP-Copyprotect.